As-salamualaikum

RakibulHasanRasel

Data Protected

শুভেচ্ছা নিও...😭

এহসান করতে হবে না বলুন? আল্লাহ সুবহানাহু তা'আলা তো এহসান করতে বলেছেন...

এহসান অর্থঃ (যতটুকু সম্ভব সহজ করা/কষ্ট না দেয়া/সাহায্য করা)।

Time:

Dhaka 🌍

বুধবার, ১০ জানুয়ারী, ২০১৮

রংপুরের শাহজাহান ভাই | Rakibul Hasan Rasel

কিছু মাস পূর্বে একটি নতুন জায়গায় এসে। কিছুটা উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলাম  তার কাছ থেকে , সময়টা যেহেতু গরমের দিন ছিল তাই হয়তো ভাইয়াও একটু ক্লান্ত ছিল , আমিও বুঝতে পারি নাই। তবে তার প্রতি আমার অভিযোগ ঠিক নয়, অভিমান ছিল । ভাইয়া টা এমন রাগি কেন ? কিন্তু সেই দিনের পর থেকে বুঝলাম আমার ধারণা সম্পূর্ণ ভূল , এরপর উনি আমার কাছে প্রিয় মানুষ হয়ে ওঠেন ।  এরপর তিনি হলেন আমার বড় ভাই , বন্ধু ; বলছি শাহজাহান ভাইয়ার কথা । তখনও শীত শুরু হয়নি , শাহজাহান ভাইয়া , সুমন ভাইয়া ও আমি একদিন হাঁটতে বের হয়ে ছিলাম । সত্যি সেই দিন টা আমার কাছে অতুলনীয় ছিল । শাহজাহান ভাইয়ার সাথে হয়তো আর নামাজে যাওয়া হবে না কিংবা মোড়ে চায়ের দোকানে!। 
এখন কে-ই বা আমার দরজায় এসে পুরো নাম ধরে বলবে "রাকিবুল হাসান ফজরের নামাজ পড়বা না"...😓
🌸 আল্লাহ সকলকে ভাল  রাখুন ।
সুমন ভাই-২ , সাব্বির ভাই , নূর আলম ভাই (বড় ভাই), আ. রহমান ভাই।

সোহেল ভাই , নূর জামান ভাই , আমিনুল ভাই, সেলিম ভাই , মিলন ভাই , ফারুক ভাই, নাসির ভাই, রূমমেট ময়নুল ইসলাম, দুখু  ভাই, ওয়াজকুরুনি ভাই,
ও মলিন , রিদয় ,শাওন
নাসির ভাই ও নূর আলম ভাই কে নিয়ে আর একদিন সম্ভব হলে লিখব....
আল্লাহ হাফেজ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন