As-salamualaikum

RakibulHasanRasel

Data Protected

শুভেচ্ছা নিও...😭

এহসান করতে হবে না বলুন? আল্লাহ সুবহানাহু তা'আলা তো এহসান করতে বলেছেন...

এহসান অর্থঃ (যতটুকু সম্ভব সহজ করা/কষ্ট না দেয়া/সাহায্য করা)।

Time:

Dhaka 🌍

সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯

স্বপ্নজাল | Rakibul Hasan Rasel


স্বপ্নজাল
দূর থেকে তাকালে নিছক-ই একখানা জাল মনে হবে।
কত রকম ই না জাল রয়েছে পৃথিবীতে স্বপ্নজাল, মায়াজাল,খাদ্যজাল আরো কত কি! এখন তবে স্বপ্নের কথা বলি আগে ; গভীর রাতেও মাকড়সা টি অন্ধকারে তার স্বপ্নজালের কেন্দ্রে, বিম্বিসার অন্ধকারে​ চলে স্বীয় সুক্ষ্ম কারিগরি বুননের কাজ । ভিত্তি হিসেবে থাকে তাকে দেয়া প্রকৃতির কোন অবলম্বন, তাতে কি হয়েছে, খুব অল্প সময়ের জন্য হলেও, তার স্বপ্নজাল বুননের কাজ টি কিন্তু থেমে থাকে না। সৃষ্টিকর্তা তো পরিশ্রম করতে বলেছেন , তিনি সফলতা দেবেন। কিছু সময় পরেই সেই জালে আটকা পড়ে কত কীট-পতঙ্গ; সফলতা সব পরিশ্রমের পুরস্কার।​ প্রাপ্তির পুরস্কার পরবর্তী অনুপ্রেরণা হিসেবে কাজ করে। আমরা মানুষরাও আজন্ম স্বপ্ন লালন করি; স্বপ্ন বাস্তবায়ন জন্য যে চেষ্টা করি , তা অনেকটা মাকড়সার জাল বুননের মতই তো। সফলতা তো আসবে ; কিন্তু না আসলে ই আমার হাল ছেড়ে দেই। মাকড়সার স্বপ্নজালও শেষ হয়ে যায়, কিন্তু​ তার প্রচেষ্টা রয়ে যায়। মানুষের ক্ষেত্রে বিপরীত চিত্র দেখতে পাওয়া যায়। অনেকের জীবনে শুরু হয় হতাশার অন্ধকার । এর মধ্যে আবার একটি অংশ মাদকের মায়াজালে জরিয়ে যায়। খাদ্যজালে যুক্ত নানা ধরনের মাদক, হয়ে যায় মাদকাসক্ত; এই আসক্তি একজন বুদ্ধিমান মানুষের বিবেককে নষ্ট করে দেবার জন্য যথেষ্ট।বিবেক-বুদ্ধি লোপ পেয়ে সেই মানুষ টি নানা অপকর্মে জড়িত হয়। সমাজ-সংস্কৃতি বিষাক্ত হয়। পরিবার ও সমাজের তথা দেশের উন্নয়ন বাঁধা প্রাপ্ত হয়। কারণ প্রতিটি নাগরিকের কাধে দায়িত্ব আছে । অধ্যাবসায় ও প্রচেষ্টা চলমান থাকুক সবার জীবনে , স্বপ্নজাল বুননের মতই...
যবনিকা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন