As-salamualaikum

RakibulHasanRasel

Data Protected

শুভেচ্ছা নিও...😭

এহসান করতে হবে না বলুন? আল্লাহ সুবহানাহু তা'আলা তো এহসান করতে বলেছেন...

এহসান অর্থঃ (যতটুকু সম্ভব সহজ করা/কষ্ট না দেয়া/সাহায্য করা)।

Time:

Dhaka 🌍

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯

মায়ার মরিচীকা | Rakibul Hasan Rasel



অনূভুতি গুলো আল্লাহ সুবহানাহু তা'আলা ছাড়া কেউ বুঝবে না............
অনূভুতি,আবেগ কি সবসময় লিখে প্রকাশ করা যায়? মানুষের মন সবসময় পরিবর্তনশীল।
গতকাল, যে স্বপ্নে আপনাকে হারানোর ভয়ে অভিযোগের সুরে কাঁদত , সেই আবার আপনাকে ছেড়ে চলে যাবে।
সে তো আপনার নয়....আপন হতে পারে কিন্তু আপনার নয়। আমার এই শব্দ বলাটাও  সমচিৎ নয় । "আমি নিজেও আমার নই, তুমি তো অতিথি..." একথা শুনে অবাক হলেন? তবে কেন আপনি নিজেকে মৃত্যুর মুখ থেকে ফিরে আনতে পারেন না ? কেন পারেন না অসুস্থ অবস্থায় নিজেকে সুস্থ করতে? সে যদি আপনার আপন হয় তবে ছেড়ে যায় কেন !বা ছেড়ে থাকে কেন ? আপনি বুদ্ধিমান তাই উদাহরণ প্রয়োজন বোধ করছি না। একমাত্র সৃষ্টিকর্তাই  আপনার আপন । আপনি আপনার নিজেকে যতটা না ভালবাসেন তার চেয়েও অধিক পরিমাণে তিনি আপনাকে ভালবাসেন। তিনি যে আপনাকে নিজ হাতে বানিয়েছেন। আপনি আপনাকে পুরোপুরি চেনেন না , সৃষ্টিকর্তা আপনাকে ভালো ভাবেই চেনেন। সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু তা'আলার আনুগত্য, তার রাসূলের আনুগত্য-ই একমাত্র স্থায়ী সুখের পথ । দুনিয়ার বস্তাপচা সস্তা জিনিসের মোহ ত্যাগ করে আপনি আল্লাহর পথে ফিরে আসুন। প্রকৃত ভালোবাসার সন্ধান  তবেই তো সম্ভব। দুনিয়া আপনাকে সাময়িক সময়ের সুখের স্বপ্ন দেখাবে।  প্রয়োজন শেষ হলে আপনার কোন দাম থাকবে না দুনিয়ার কাছে  ....
সবাই ভূলে যাবে আপনাকে । আপনাকে চলে যেতে হবে। তবে কেন মিছে মায়া দুনিয়ার সাথে?
মরিচীকা পৃথিবী
যা কিছু হারিয়েছেন তার জন্য দুঃখ করবেন না,
তা  ফিরে পাবেন আরেক ভাবে আরেক রুপে।
আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে  সাহায্য করুন।
আমীন।


২টি মন্তব্য: