প্রজন্মের ধারা অটুট রেখে 'প্রণয়'-ই কি কেবল সার্থক জীবন?
জীবন তো সৃষ্টিকর্তার দেয়া সুন্দর একটি উপহার। অনাগত প্রজন্ম কেবল-ই সেখানে নতুন মাত্রা যোগ করে;
সৃষ্টি হয় আবেগ, বন্ধন ও দায়িত্বশীলতার মতো জীবন ঘনিষ্ঠ শব্দগুলোর...
নব প্রজন্মের বংশধরেরা লাবণ্য-প্রভাদের(স্ত্রীদের) কোলজুড়ে আসে, এ দেখে স্বামী পরিবারের চক্ষু শীতল হয় ।
সন্তান জন্ম ! সে তো খুব খুশির ব্যাপার, যদি হয় ছেলে! তাহলে, সে নারীর কপাল যায় খুলে। (স্বামীগৃহে) তখন তার জন্য চলে দারুন কদরদানি...😊
দৃশ্যপট আকস্মিকভাবে বদলে যায় 'বন্ধা' নারীদের বেলায়...😔
জীবন! সেতো এক দুর্বিসহ অধ্যায়। তাদের কপালে জোটে 'অপয়া', 'অলক্ষী', 'পোড়া-কপালিনী' ইত্যাদি সব বিশেষণ ।
ও হ্যাঁ, সাথে শারীরিক নির্যাতনের আছে-ই...
এবার- একটু উপরের ছবির ,অপরাজিতা ফুল দুটির দিকে তাকাই...
দুটো ফুল-ই সৌন্দর্য মন্ডিত তাই না?
তফাতটা শুধু প্রজন্ম সৃষ্টির প্রশ্নে । যে ফুলটির বীজ হয়না, অঙ্গজ পদ্ধতি ছাড়া তার তো বংশধর থাকে না। কই বীজহীন ফুলগুলোকে মানুষ তো গাছ থেকে আলাদা করে না! কিংবা রাগের চোটে ছিড়ে ফেলে না ! সেটিও তো তাদের চোখে সুন্দর!!!
আরও শুনেছি, মানুষ ফুলকে ভালোবাসে , কি কখনো এ কথা তো শুনিনি : "যে ফুলের বীজ হয়, মানুষ শুধু তাকে ভালবাসে"।
তবে কেন সন্তানহীন নারীরা আমাদের অবজ্ঞা অবহেলার শিকার? কেন তাদের জীবনটা পরিবার , সমাজের কিছু মানুষ নামের জীবের কারণে হীনমন্যতার শিকার?
কেন তাদের প্রতি এত অনাগ্রহী আমরা?
তারাও তো মানুষ । হে লোক সকল...😠
তাদেরও অনুভূতি নামক একটা ইন্দ্রিয় আছে ।
তবে কেন বৈষম্য সৃষ্টির প্রয়োজন?
আমার কাছে প্রতিটি নারী অপরাজিতা ফুলের মত সুন্দর।
যদি এ-ক্ষণে প্রশ্ন আসে মনে: কেন হঠাৎ নারী বন্দনা জনাব? তবে বলব নারী বিদ্বেষী মানব নরাধম বৈ-আর কিচ্ছুটি নয়।
নারী আমার মা , আমার বোন ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন "তোমারা নারীদের সাথে কোমল আচারণ কর" আরও বলেন "তোমার মেয়েদের গালি দিও না, আমি নবী নারীদের (তার কন্যা) পিতা"
সকল অপরাজিতা লাবণ্যপ্রভারা (স্ত্রীরা) তাদের স্বামী ও তার পরিবারের লোকদের কাছে চোখ শীতলকারীনি, ফুলের মতন হয়ে থাকুক , প্রতিটি সদস্যের কাছে- তারা হোক "সৌন্দর্য ও সুখের" কারণ। বর্ণময় হোক প্রতিটি অপরাজিতার (নারীর) জীবন।
ধন্যবাদ সবাইকে
-মোঃ রাকিবুল হাসান রাসেল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন