As-salamualaikum

RakibulHasanRasel

Data Protected

শুভেচ্ছা নিও...😭

এহসান করতে হবে না বলুন? আল্লাহ সুবহানাহু তা'আলা তো এহসান করতে বলেছেন...

এহসান অর্থঃ (যতটুকু সম্ভব সহজ করা/কষ্ট না দেয়া/সাহায্য করা)।

Time:

Dhaka 🌍

বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১

যে আমার নয়, আমি তার হইব কেন !


 বিপদ এলে হতাশ হবেন না । কারণ , প্রত্যেকটি বিপর্যয় পূর্বনির্ধারিত । যখন  আল্লাহ কোন ব্যাপারে ফায়সালা করে ফেলেছন , তখন কেউ কি তা বদলাতে পারবে ? 

আপনার পিতা - মাতা - ভাই - বােন - আত্মীয় - স্বজন , এমনকি সারা বিশ্বের মানুষ একত্র হয়ে চেষ্টা করলেও তা বদলাতে পারবে না । সুতরাং শান্ত হােন । যখন আপনি তাকদীরের ব্যাপারটি হৃদয় বসাতে পারবেন , তখন অন্ধকারতম পরিস্থিতিতেও আশার আলােকচ্ছটার সন্ধান পাবেন ৷ দুর্গন্ধময় দিনেও সুগন্ধের ছোঁয়া পাবেন । পায়ের নিচের মাটি কেঁপে উঠলেও অন্তরে প্রশান্তি অনুভব করতে পারবেন । আপনি কী পাবেন , কী হারাবেন — তা তাে আল্লাহই নির্ধারণ করে রেখেছেন , আপনি নন ৷ তাই যখন কোনাে কিছু চাওয়ার পরেও পাবেন না , তখন জেনে রাখবেন এই জিনিস আপনার নয় । আর যে জিনিস আপনারই নয় , তা আপনি কীভাবে পাবেন ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন