As-salamualaikum

RakibulHasanRasel

Data Protected

শুভেচ্ছা নিও...😭

এহসান করতে হবে না বলুন? আল্লাহ সুবহানাহু তা'আলা তো এহসান করতে বলেছেন...

এহসান অর্থঃ (যতটুকু সম্ভব সহজ করা/কষ্ট না দেয়া/সাহায্য করা)।

Time:

Dhaka 🌍

বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১

ফেব্রুয়ারী ১৭, ২০২১

যে আমার নয়, আমি তার হইব কেন !


 বিপদ এলে হতাশ হবেন না । কারণ , প্রত্যেকটি বিপর্যয় পূর্বনির্ধারিত । যখন  আল্লাহ কোন ব্যাপারে ফায়সালা করে ফেলেছন , তখন কেউ কি তা বদলাতে পারবে ? 

আপনার পিতা - মাতা - ভাই - বােন - আত্মীয় - স্বজন , এমনকি সারা বিশ্বের মানুষ একত্র হয়ে চেষ্টা করলেও তা বদলাতে পারবে না । সুতরাং শান্ত হােন । যখন আপনি তাকদীরের ব্যাপারটি হৃদয় বসাতে পারবেন , তখন অন্ধকারতম পরিস্থিতিতেও আশার আলােকচ্ছটার সন্ধান পাবেন ৷ দুর্গন্ধময় দিনেও সুগন্ধের ছোঁয়া পাবেন । পায়ের নিচের মাটি কেঁপে উঠলেও অন্তরে প্রশান্তি অনুভব করতে পারবেন । আপনি কী পাবেন , কী হারাবেন — তা তাে আল্লাহই নির্ধারণ করে রেখেছেন , আপনি নন ৷ তাই যখন কোনাে কিছু চাওয়ার পরেও পাবেন না , তখন জেনে রাখবেন এই জিনিস আপনার নয় । আর যে জিনিস আপনারই নয় , তা আপনি কীভাবে পাবেন ?

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯

ডিসেম্বর ১০, ২০১৯

মায়ার মরিচীকা | Rakibul Hasan Rasel



অনূভুতি গুলো আল্লাহ সুবহানাহু তা'আলা ছাড়া কেউ বুঝবে না............
অনূভুতি,আবেগ কি সবসময় লিখে প্রকাশ করা যায়? মানুষের মন সবসময় পরিবর্তনশীল।
গতকাল, যে স্বপ্নে আপনাকে হারানোর ভয়ে অভিযোগের সুরে কাঁদত , সেই আবার আপনাকে ছেড়ে চলে যাবে।
সে তো আপনার নয়....আপন হতে পারে কিন্তু আপনার নয়। আমার এই শব্দ বলাটাও  সমচিৎ নয় । "আমি নিজেও আমার নই, তুমি তো অতিথি..." একথা শুনে অবাক হলেন? তবে কেন আপনি নিজেকে মৃত্যুর মুখ থেকে ফিরে আনতে পারেন না ? কেন পারেন না অসুস্থ অবস্থায় নিজেকে সুস্থ করতে? সে যদি আপনার আপন হয় তবে ছেড়ে যায় কেন !বা ছেড়ে থাকে কেন ? আপনি বুদ্ধিমান তাই উদাহরণ প্রয়োজন বোধ করছি না। একমাত্র সৃষ্টিকর্তাই  আপনার আপন । আপনি আপনার নিজেকে যতটা না ভালবাসেন তার চেয়েও অধিক পরিমাণে তিনি আপনাকে ভালবাসেন। তিনি যে আপনাকে নিজ হাতে বানিয়েছেন। আপনি আপনাকে পুরোপুরি চেনেন না , সৃষ্টিকর্তা আপনাকে ভালো ভাবেই চেনেন। সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু তা'আলার আনুগত্য, তার রাসূলের আনুগত্য-ই একমাত্র স্থায়ী সুখের পথ । দুনিয়ার বস্তাপচা সস্তা জিনিসের মোহ ত্যাগ করে আপনি আল্লাহর পথে ফিরে আসুন। প্রকৃত ভালোবাসার সন্ধান  তবেই তো সম্ভব। দুনিয়া আপনাকে সাময়িক সময়ের সুখের স্বপ্ন দেখাবে।  প্রয়োজন শেষ হলে আপনার কোন দাম থাকবে না দুনিয়ার কাছে  ....
সবাই ভূলে যাবে আপনাকে । আপনাকে চলে যেতে হবে। তবে কেন মিছে মায়া দুনিয়ার সাথে?
মরিচীকা পৃথিবী
যা কিছু হারিয়েছেন তার জন্য দুঃখ করবেন না,
তা  ফিরে পাবেন আরেক ভাবে আরেক রুপে।
আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে  সাহায্য করুন।
আমীন।


সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯

সেপ্টেম্বর ১৬, ২০১৯

স্বপ্নজাল | Rakibul Hasan Rasel


স্বপ্নজাল
দূর থেকে তাকালে নিছক-ই একখানা জাল মনে হবে।
কত রকম ই না জাল রয়েছে পৃথিবীতে স্বপ্নজাল, মায়াজাল,খাদ্যজাল আরো কত কি! এখন তবে স্বপ্নের কথা বলি আগে ; গভীর রাতেও মাকড়সা টি অন্ধকারে তার স্বপ্নজালের কেন্দ্রে, বিম্বিসার অন্ধকারে​ চলে স্বীয় সুক্ষ্ম কারিগরি বুননের কাজ । ভিত্তি হিসেবে থাকে তাকে দেয়া প্রকৃতির কোন অবলম্বন, তাতে কি হয়েছে, খুব অল্প সময়ের জন্য হলেও, তার স্বপ্নজাল বুননের কাজ টি কিন্তু থেমে থাকে না। সৃষ্টিকর্তা তো পরিশ্রম করতে বলেছেন , তিনি সফলতা দেবেন। কিছু সময় পরেই সেই জালে আটকা পড়ে কত কীট-পতঙ্গ; সফলতা সব পরিশ্রমের পুরস্কার।​ প্রাপ্তির পুরস্কার পরবর্তী অনুপ্রেরণা হিসেবে কাজ করে। আমরা মানুষরাও আজন্ম স্বপ্ন লালন করি; স্বপ্ন বাস্তবায়ন জন্য যে চেষ্টা করি , তা অনেকটা মাকড়সার জাল বুননের মতই তো। সফলতা তো আসবে ; কিন্তু না আসলে ই আমার হাল ছেড়ে দেই। মাকড়সার স্বপ্নজালও শেষ হয়ে যায়, কিন্তু​ তার প্রচেষ্টা রয়ে যায়। মানুষের ক্ষেত্রে বিপরীত চিত্র দেখতে পাওয়া যায়। অনেকের জীবনে শুরু হয় হতাশার অন্ধকার । এর মধ্যে আবার একটি অংশ মাদকের মায়াজালে জরিয়ে যায়। খাদ্যজালে যুক্ত নানা ধরনের মাদক, হয়ে যায় মাদকাসক্ত; এই আসক্তি একজন বুদ্ধিমান মানুষের বিবেককে নষ্ট করে দেবার জন্য যথেষ্ট।বিবেক-বুদ্ধি লোপ পেয়ে সেই মানুষ টি নানা অপকর্মে জড়িত হয়। সমাজ-সংস্কৃতি বিষাক্ত হয়। পরিবার ও সমাজের তথা দেশের উন্নয়ন বাঁধা প্রাপ্ত হয়। কারণ প্রতিটি নাগরিকের কাধে দায়িত্ব আছে । অধ্যাবসায় ও প্রচেষ্টা চলমান থাকুক সবার জীবনে , স্বপ্নজাল বুননের মতই...
যবনিকা
সেপ্টেম্বর ১৬, ২০১৯

অপরাজিতার গল্প | Rakibul Hasan Rasel


প্রজন্মের ধারা অটুট রেখে 'প্রণয়'-ই কি কেবল সার্থক জীবন?

জীবন তো সৃষ্টিকর্তার দেয়া সুন্দর একটি উপহার। অনাগত প্রজন্ম​ কেবল-ই সেখানে নতুন মাত্রা যোগ করে; 
সৃষ্টি হয় আবেগ, বন্ধন ও দায়িত্বশীলতার মতো জীবন ঘনিষ্ঠ শব্দগুলোর...
নব প্রজন্মের বংশধরেরা লাবণ্য-প্রভাদের(স্ত্রীদের) কোলজুড়ে আসে, এ দেখে স্বামী পরিবারের চক্ষু শীতল হয় ।
সন্তান জন্ম ! সে তো খুব খুশির ব্যাপার, যদি হয় ছেলে! তাহলে, সে নারীর কপাল যায় খুলে। (স্বামীগৃহে) তখন তার জন্য চলে দারুন কদরদানি...😊

দৃশ্যপট আকস্মিকভাবে বদলে যায় 'বন্ধা' নারীদের বেলায়...😔
জীবন! সেতো এক দুর্বিসহ অধ্যায়। তাদের কপালে জোটে  'অপয়া', 'অলক্ষী', 'পোড়া-কপালিনী' ইত্যাদি সব বিশেষণ ।
ও হ্যাঁ, সাথে শারীরিক নির্যাতনের আছে-ই...



এবার- একটু উপরের ছবির ,অপরাজিতা ফুল দুটির দিকে তাকাই...

দুটো ফুল-ই সৌন্দর্য মন্ডিত তাই না?
তফাতটা শুধু  প্রজন্ম সৃষ্টির প্রশ্নে । যে ফুলটির বীজ​ হয়না, অঙ্গজ পদ্ধতি ছাড়া তার তো বংশধর থাকে না। কই বীজহীন ফুলগুলোকে মানুষ তো গাছ থেকে আলাদা করে না! কিংবা রাগের চোটে ছিড়ে ফেলে না ! সেটিও তো তাদের চোখে সুন্দর!!!

আরও শুনেছি, মানুষ ফুলকে ভালোবাসে , কি কখনো এ কথা তো শুনিনি : "যে​ ফুলের বীজ হয়, মানুষ শুধু তাকে ভালবাসে"।

তবে কেন সন্তানহীন নারীরা আমাদের অবজ্ঞা অবহেলার শিকার?​ কেন তাদের জীবনটা পরিবার , সমাজের কিছু মানুষ নামের জীবের কারণে হীনমন্যতার শিকার?
কেন তাদের প্রতি এত অনাগ্রহী আমরা?
তারাও তো মানুষ । হে লোক সকল...😠 
তাদেরও অনুভূতি নামক একটা ইন্দ্রিয় আছে ।

তবে কেন বৈষম্য সৃষ্টির প্রয়োজন? 
আমার কাছে প্রতিটি নারী অপরাজিতা ফুলের মত সুন্দর। 
যদি এ-ক্ষণে প্রশ্ন আসে মনে: কেন হঠাৎ নারী বন্দনা জনাব? তবে বলব নারী বিদ্বেষী মানব নরাধম বৈ-আর কিচ্ছুটি নয়।
নারী আমার মা , আমার বোন ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন "তোমারা নারীদের সাথে কোমল আচারণ কর" আরও বলেন "তোমার মেয়েদের গালি দিও না, আমি নবী নারীদের (তার কন্যা) পিতা"

সকল অপরাজিতা লাবণ্যপ্রভারা (স্ত্রীরা) তাদের স্বামী ও তার পরিবারের লোকদের কাছে চোখ শীতলকারীনি, ফুলের মতন হয়ে থাকুক , প্রতিটি সদস্যের কাছে- তারা হোক "সৌন্দর্য ও সুখের" কারণ। বর্ণময় হোক প্রতিটি অপরাজিতার (নারীর) জীবন।

ধন্যবাদ সবাইকে 
-মোঃ রাকিবুল হাসান রাসেল।




বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮

ফেব্রুয়ারী ২৮, ২০১৮

ছোট্ট শুভাকাঙ্খী..👨‍👧 | Rakibul Hasan Rasel

আমার শুভাকাঙ্খীদের মধ্যে সর্ব কনিষ্ঠ
সদস্য... আমার ছোট বোন
মোছাঃ ইশরাত জাহান আভা।
স্থির চিত্র: রিফাত।
©rs photography17 💝
ফেব্রুয়ারী ২৮, ২০১৮

অনূর্ধ্ব অনূভুতি | Rakibul Hasan Rasel

প্রতিটি মানুষের অনূভুতি নামক বিষয়টির উৎপত্তিস্থল অভিন্ন গ্রন্হি থেকে। তবে তার বহিঃপ্রকাশ আবার ব‍্যক্তি ভেদে বিভিন্ন। উদাহরণ হিসেবে বলতে পারি একে অপরের প্রতি ভালোবাসার সম্পর্ক, শ্রদ্ধার সম্পর্ক, সাহায্যের হাত বাড়িয়ে দেয়া, মঙ্গল কামনা করা সহ ইত‍্যাদি।
একটু সহানুভূতি ই পারে , অন‍্যের জীবনকে সুন্দর রূপ দিতে.....


বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮

ফেব্রুয়ারী ১৪, ২০১৮

অভিব‍্যক্তি | Rakibul Hasan Rasel

ঘুম থেকে উঠার পর প্রতিটি সকাল যেন এক একটা নতুন শুরু , নতুন জন্ম । এই নতুন জীবনের এর উৎযাপন শুধু একটি দিনে-ই সীমাবদ্ধ থাকবে? না, তা কেন? আমার মালিকের দেয়া প্রতিটি মূহুর্ত আমার কাছে অতুলনীয় এক উপহার। জানি না, ক্ষণস্থায়ী এই জীবন তরীটি আর কতটা দূরে গিয়ে থামবে ? পারবে কি অভিষ্ট লক্ষে পৌছাতে? নাকি বিভিন্ন ঘাটে-ই তার সময়ের ঘাটতি হয়ে যাচ্ছে? জীবন তরী সাগরের বুকে ভাসাতে যে দক্ষতা ও অভিজ্ঞ থাকতে হয়, বিভিন্ন ঝড়ের হাত থেকে বাঁচতে হয়। সৃষ্টিকর্তার সাহায্যের প্রয়োজন হয়। তবেই না এই অদক্ষ মাঝি তীরে সফলভাবে পৌঁছাতে পারবে। পরিশেষে, এই সফরের জন্য একটু না হয় দোয়া করলেন... এতেই আমি খুশি জনাব/জনাবা। আল্লাহ হাফেজ 🌿
আল্লাহ আপনাকে ভাল রাখুন।