ঘুম থেকে উঠার পর প্রতিটি সকাল যেন এক একটা নতুন শুরু , নতুন জন্ম । এই নতুন জীবনের এর উৎযাপন শুধু একটি দিনে-ই সীমাবদ্ধ থাকবে?
না, তা কেন? আমার মালিকের দেয়া প্রতিটি মূহুর্ত আমার কাছে অতুলনীয় এক উপহার। জানি না, ক্ষণস্থায়ী এই জীবন তরীটি আর কতটা দূরে গিয়ে থামবে ? পারবে কি অভিষ্ট লক্ষে পৌছাতে? নাকি বিভিন্ন ঘাটে-ই তার সময়ের ঘাটতি হয়ে যাচ্ছে? জীবন তরী সাগরের বুকে ভাসাতে যে দক্ষতা ও অভিজ্ঞ থাকতে হয়, বিভিন্ন ঝড়ের হাত থেকে বাঁচতে হয়। সৃষ্টিকর্তার সাহায্যের প্রয়োজন হয়। তবেই না এই অদক্ষ মাঝি তীরে সফলভাবে পৌঁছাতে পারবে। পরিশেষে, এই সফরের জন্য একটু না হয় দোয়া করলেন...
এতেই আমি খুশি জনাব/জনাবা। আল্লাহ হাফেজ 🌿
আল্লাহ আপনাকে ভাল রাখুন।
আল্লাহ আপনাকে ভাল রাখুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন